Tuesday, April 7, 2015

PHP : পর্ব ০১ >> PHP শুরুর আগে

PHP শুরুর একটু আগে


পিএইচপি শুরুর আগে কিছু জিনিস সম্পর্কে ব্যাসিক ধারনা থাকা মোটামুটি দরকার।
  • HTML
  • CSS
  • JavaScript

Official logo for PHP

PHP? জিনিস টা কি?

  • PHP এর পুর্নরুপ হচ্ছে Hypertext Preprocessor
  • PHP এর বিস্তর ব্যবহার আছে যেহেতু এটি open source scripting language
  • PHP স্ক্রিপ্ট সার্ভারে execute বা চালানো হয়
  • PHP সম্পুর্নভাবে ফ্রী


Note

পিএইচপি একটি চমৎকার আর অতি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ 

এটা পৃথিবীর সবচেয়ে বড় ব্লগিং সিস্টেম (wordpress) এর মুল অংশ চালানোর জন্য যথেষ্ট শক্তিশালি
এটা পৃথিবীর সব থেকে বড় স্যোসাল নেটওয়ার্ক (facebook) চালাতেও সক্ষম
এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যথেষ্ট সহজ

PHP file কি?

  • PHP file এ text, HTML, CSS, JavaScript, এবং PHP কোড থাকতে পারে
  • PHP code সার্ভারে execute হয় এবং একটি ফলাফল ব্রাউজার এ HTML এর মাধ্যমে দেখায়
  • PHP file এর extension হচ্ছে "*.php"

PHP কি পারে?


  • PHP Dynamic page এর  content সমুহ generate করতের পারে
  • PHP সার্ভারে ফাইল বানাতে, খুলতে, পড়তে, লিখতে, ডিলিট করতে, বন্ধ করতে পারে
  • PHP কোন ডাটা ফর্ম সংগ্রহ করতে পারে
  • PHP কুকি( cookies) পাঠাতে বা গ্রহন করতে পারে
  • PHP একটি Database বানাতে, পরিবর্তন করতে , মুছে ফেলতে পারে
  • PHP ব্যাবহারকারীর অধীকার(User access) নিয়ন্ত্রন করতে পারে
  • PHP কোনো তথ্য কে এনক্রিপ্ট করতে পারে
PHP ব্যবহারে কোন HTML output বিষয়ক সীমাবদ্ধতা নাই। ইচ্ছা করলে ছবি, পিডিএফ ফাইল, এমনকি ফ্লাস মুভি ও output হিসেবে ব্যবহার করা যায়।


কেন ভাই, PHPই কেন?


আগের সবগুলা যেভাবে পয়েন্ট করে লিখেছি এবার তাই করি , কি বলেন?
  • PHP প্রায় সব platform এই চলে (Windows, Linux, Unix, Mac OS X ইত্যাদি)
  • বর্তমানে ব্যবহৃত প্রায় সব সার্ভারেই সহজে PHP ব্যবহার করা যায় (Apache, IIS, NGINX ইত্যাদি)
  • PHP অনেক বিস্তর Database সাপোর্ট করে
  • আগেই বলেছিলাম, PHP সম্পূর্ণ ফ্রী। আপনি PHP এর সব কিছু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেনঃ www.php.net
  • PHP শেখা খুব সহজ এবং অনায়াসেই সার্ভার সাইড এ ব্যবহার করা যায়

আচ্ছা, PHP এর মাহাত্ত্ব অনেক শুনলাম। এখন কাজের কথা বলা যাক। না থাক। আজকে আর না। সব কিছু একদিনে শেখে ফেললে কেমনে কি? তাই আজকের মত বিদায়। ভালো থাকুন, আমাদের সঙ্গে না থাকলেও অন্তত কোডিং এর সাথে থাকুন :D

Happy Coding...

To Read The Next Part Of C Programming Language Click On The Link Below:

1 comment: