উপেক্ষনীয়
কেমন আছেন ভাই?
শরীর স্বাথ্য ভালো তো?
সারাদিন কোডিং করে যদি দিন শেষে অসুস্থ্য হয়ে বিছানায় পরে থাকতে হয় তাহলে কিন্তু আম ছালা সব গেল।
সুতরাং কোডিং এর পাশাপাশি শারীরিক সুস্থ্যতাও জরুরী।
যাই হোক। অনেক্ষন ভগর ভগর করলাম। এখন কাজের কথায় আসি... |
PHP শুরু করতে যা যা লাগবে
পিএইচপি শুরু করার আগে
- PHP আর MySQL সাপোর্ট করে এমন একটা web host লাগবে
- আপনার কম্পিউটার এ আগে web server ইন্সটল করে নেবেন তারপর PHP এবং MySQL ইন্সটল করবেন
কি কইলেন? কিছুই বুঝেন নাই। আচ্ছা। যারা বুঝছেন ভাল। আর যারা বুঝেন নাই তারা আরো ভালো ( সবাই বুঝলে তো আমার ব্লগ লেখা হইতো না। হি হি হি। )
PHP সাপোর্ট করে এমন web host
যদি আপনার সার্ভারে PHP সাপোর্ট activated থাকে তাহলে আর কিছুই করা লাগবে না। নাকে সরষের তেল দিয়ে ঘুমান।
না ভাই ঘুমাইয়েন না।
ঘুমাইয়া পরলে কোড করবে কে?
শুধু .php ফাইল বানাবেন আর directory path এ রেখে দেবেন। সার্ভার স্বয়ংক্রিয় ভাবে আপনার ফাইল গুলা খুজে বের করবে।
আপনার আর কোন extra জিনিস পত্র (tools) দিয়ে compile করতে হবে না।
কারন, পিএইচপি একদম ফ্রী আর প্রায় সব ওয়েব হোস্টে ই PHP সাপোর্ট আছে।
PHP ইন্সটল করবেন যেভাবে
উপায়ন্ত না পেলে এই পন্থা ধরেন।
- Web server ইন্সটল করেন
- PHP ইন্সটল করেন
- একটা Database (যেমনঃ MySQL) ইন্সটল করেন
ইন্সটল করার বিস্তারিত এই খানে পাবেন http://php.net/manual/en/install.php
টিপস: Windows যারা ব্যবহার করেন তারা ইচ্ছা করলে ঝক্কি খামেলা ছাড়াই PHP চালাতে পারবেন
|
আজকের মত এ পর্যন্তই।
আগামী দিন একদম সরাসরি PHP কোডিং এ চলে যাব ইনশাল্লাহ।
সুস্থ্য থাকুন। কোডিং এর সাথেই থাকুন।
happy coding...
Nice buddy
ReplyDeleteধন্যবাদ :D @sanzida
ReplyDelete