Sunday, June 21, 2015

সি প্রোগ্রামিং : পর্ব ০৬>> একটি সি প্রোগ্রাম

ভাই এক মিনিট নীরবতা পালন করি আগে চলুন । অনেকদিন লিখি নাই তার জন্য। ম্রিতপ্রায় ছিলাম । আসলে আমি বাহানা ভালই দিতে পারি । :P যাই হক চলুন ছোট খাট দুই তিনটা প্রোগ্রাম লিখা শিখে ফেলি আজকে । সি প্রোগ্রামিং এ চলক পর্যন্ত লিখেছিলাম । প্রোগ্রাম গুলা খুবই সোজা ।

কোন লিখা, প্রোগ্রাম লিখে কিভাবে প্রিন্ট করবো সেটা দেখি আগে চলুন । 
আচ্ছা যেকোনো একটি লিখা, ধরি "Hello Readers". এখন আমরা এই লিখাটি প্রোগ্রামিং করে লিখবো ।

#include <stdio.h>

int/void main()
{
      system("COLOR A"); //ভাই/বোন এইটা নিয়ে মাথা না ঘামাইলেও চলবে । :)
      printf("Hello Readers");
      
      return 0;
}
আচ্ছা এখন কয়েকটা বিষয় লক্ষ করি, প্রথমত প্রোগ্রামটা কম্পাইলারে লিখে ফেল, তারপর রান করাও । দেখ আউটপুট কি আসে । 
 আমি শেষ বারের মতন Snap Shot দিয়ে কোড বুঝিয়ে দিব । যাই হোক, প্রথমে একটি নিউ ফাইল খুল তারপর ফাইলটিকে .c extension দিয়ে সেভ করো । যারা এক্সটেনশন(extension) মানে বুঝ না পরে এই ব্যাপারে একদিন লিখবো । 
বিঃদ্রঃ সেভ করার সময় যাই ই লিখ ভাই তবে পাশে .c Extension টা দিয়ো ।

সেভ করার কাজ শেষ।

এখন ব্যাপার হচ্ছে তুমি চাইলে আগে কোড লিখে তারপর সেভ করতে পারো ।  It Doesn't Matter Actually । কোডটা লিখে রান করাও এবার ।

No comments:

Post a Comment