PHP এর তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম।
আজকে আমরা শিখবো পিএইচপি এর কিছু Syntax .
তো প্রথমেই প্রশ্ন আসে যে Syntax টা কি।
PHP এর default ফাইল extension হচ্ছে *.php
উদাহারন টি চালিয়ে দেখুন »
নোটঃ PHP এর একটা statement শেষ হয় সেমি কোলন ( ; ) দিয়ে।
ECHO "Hello World!<br>";
echo "Hello World!<br>";
EcHo "Hello World!<br>";
?>
আজকে আমরা শিখবো পিএইচপি এর কিছু Syntax .
তো প্রথমেই প্রশ্ন আসে যে Syntax টা কি।
Syntax
Syntax হচ্ছে একটা নির্দিষ্ট নীতিমালা। প্রত্যেক ভাষার যেমন আলাদা আলাদা নিয়ম থাকে তেমনই প্রত্যেক টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরই কিছু আলাদা আলদা নিয়ম আছে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে Syntax কিছু symbol এর সমষ্টি মাত্র। এগুলোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর স্ট্রাকচার নিরুপন করে।
যেমন ধরেন <?php ... ?> লেখার মানেই হচ্ছে যে এই <?php এবং ?> অংশের মাঝে কিছু পিএইচপি কোড আছে। <?php দিয়ে শুরু আর ?> দিয়ে শেষ বোঝায়।
PHP এর কিছু basic SYNTAX
PHP script একটা document এর যেকোন জায়গায় ব্যবহার করা যায় বা রাখা যায়।
আগেই বলেছি একটা PHP script শুরু হয় <?php দিয়ে আর শেষ হয় ?> দিয়ে।
যেমনঃ
<?php
// PHP কোড এখানে থাকে
?>
// PHP কোড এখানে থাকে
?>
PHP এর default ফাইল extension হচ্ছে *.php
PHP file সাধারনত কিছু HTML tag থাকে আর কিছু PHP scripting code থাকে।
নিচে আমরা একটা simple php file এর উদাহারন দেখবো। এখানে php এর একটা built-in function " echo" ব্যবহার করে একটা বাক্য ওয়েব পেজ এ দেখানোর চেষ্টা করবো।
উদাহারন
<!DOCTYPE html>
<html>
<body>
<h1>My first PHP page</h1>
<?php
echo "Hello World!";
?>
</body>
</html>
<html>
<body>
<h1>My first PHP page</h1>
<?php
echo "Hello World!";
?>
</body>
</html>
উদাহারন টি চালিয়ে দেখুন »
নোটঃ PHP এর একটা statement শেষ হয় সেমি কোলন ( ; ) দিয়ে।
PHP তে comment করা
Comment হচ্ছে PHP code এর এমন একটা line যেটা প্রোগ্রাম এর অংশ হিসেবে read/execute করা হয় না। কেউ যখন কোড পড়ে তখন যেন তার সুবিধা হয় একমাত্র এই কারনেই এটা ব্যবহার করা হয়।
Comments এর ব্যবহারঃ
- অন্য কেউ যাতে সহজে বুঝতে পারে যে আপনি কি করেছেন বা করছেন
- নিজেকেই স্মরণ করানো। - বেশীরভাগ প্রোগ্রামার কেই কখনো না কখনো তার পুরানো কাজের ফাইল গুলো তে ফিরে যেতে হয়। এক দুই বছর পরে যখন পুরানো কাজ দেখা হয় তখন comment গুলো খুব কাজে লাগে। কোড লেখার সময় কি মনে করে তা লিখেছিলেন তা অনায়াসেই মনে পরে যাবে।
PHP তে কয়েকভাবে comment করা যায়। যেমনঃ
<?php
// This is a single-line comment
# This is also a single-line comment
/*
This is a multiple-lines comment block
that spans over multiple
lines
*/
// You can also use comments to leave out parts of a code line
$x = 5 /* + 15 */ + 5;
echo $x;
?>
PHP এর Case Sensitivity
PHP এর keyword সমুহ (যেমনঃ if,else, while, echo, ইত্যাদি ), classes, functions এবং user-defined function একদমই case sensitive না।
নিচের সবগুলো statement একই কাজ করে। যেকোন একটি ব্যবহার করলেই হয় কারন সব গুলোই সমান।
<?php
ECHO "Hello World!<br>";
echo "Hello World!<br>";
EcHo "Hello World!<br>";
?>
কিন্তু
PHP এর variable গুলো অবশ্যি অবশ্যি case sensitive.
নিচে $color variable টির আলাদা আলদা ব্যাবহার দেয়া আছে। এগুলো ভিন্ন ভিন্ন ভারিয়াবল হিসেবেই বিবেচিত হবে এবং কাজও করবে আলাদা আলাদা।
<?php
$color = "red";
echo "My car is " . $color . "<br>";
echo "My house is " . $COLOR . "<br>";
echo "My boat is " . $coLOR . "<br>";
?>
$color = "red";
echo "My car is " . $color . "<br>";
echo "My house is " . $COLOR . "<br>";
echo "My boat is " . $coLOR . "<br>";
?>
আজকে এই পর্যন্তই। আশা করি কোডিং শুরু করে দিয়েছেন ইতি মধ্যেই।
ভালো থাকবেন। কোডিং এর সাথেই থাকবেন।
Happy Coding....
No comments:
Post a Comment