Friday, March 27, 2015

HTML শিখুন মাতৃভাষা বাংলায়

কোথায় লিখবো HTML?

HTML লেখার জন্যে Notepad ( Windows) বা TextEdit (Mac) ব্যবহার করা যায় । আমারা এই দুটি সফটওয়্যার ব্যবহার করেই HTML এর কোড লিখবো কেননা এটি অপেরাটিং সিস্টেম এ বিল্ট ইন দেওয়া থাকে এবং আমরা সবসময় শেখার জন্যে Notepad কে প্রাধান্য দেই কারন এটা সহজ এবং পূর্ন শিক্ষায় সর্বাধিক সহযোগী ।

এগুলো ছাড়াও প্রোফেসনাল ওয়েব ডেভেলপার রা আরও কিছু সফটওয়্যার ব্যবহার করেন ।
যেমনঃ 
  • Adobe Dreamweaver
  • Microsoft Expression Web
  • CoffeeCup HTML Editor

নিচের চারটি স্টেপ এর মাধ্যমে আপনি Notepad ব্যবহার করে আপনার প্রথম ওয়েব পেজ তৈরি করতে পারবেন । :)


বিস্তারিত পোস্ট »

No comments:

Post a Comment